‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।
আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনা সৃষ্টি, পাশাপাশি বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য প্রদানে সহযোগিতার করার আহ্বান জানান। এ উপলক্ষে সনাকের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তথ্য অধিকার সম্পর্কে জনগণের মধ্যে ক্যাম্পেইনের উদ্দেশ্যে একটি ক্যাম্প স্থাপন করা হয়।
সহকারী কমিশনার রেজাউল ইসলামের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো. কবীর উদ্দিন, সচেতন নাগরিক কমিটি- সনাক জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, অধ্যক্ষ মাজহার-উল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল