মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও মো: আব্দুল হকসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, ট্রাভেল এজেন্সির সদস্যবৃন্দ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার (টোয়াম) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ