চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোক্তার হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট রেলস্টেশনে থেকে ছাড়লে তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই