জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ থানার মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।
এ ছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, দূর্গাবাড়ী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, পৌর কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই