৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০৪

সাবেক মন্ত্রী শাহজাহান কামালের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সাবেক মন্ত্রী শাহজাহান কামালের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় ও বাদ মাগরিব নিজ এলাকার লাহারকান্দি গ্রামে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

২য় নামাজের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় ফুলেল শ্রদ্ধা জানান জেলার সর্বস্তরের  রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ। এর আগে সকাল ১১ টায় প্রথম জানাজা জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউর পাশে অবস্থিত ন্যাম ভবন (৫ ও ৬) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩ টা ১৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর