চাঁদপুরে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক মায়া (৩৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়। সোমবার সকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা আহতরা হলেন, উপজেলার রাগদৈল গ্রামের আবু তাহের ও তার স্ত্রী জীবন ও কলাকোপা গ্রামের সিএনজি চালক নবীর হোসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যায়। নিহত ওমর ফারুক উপজেলার উত্তর পালাখাল গ্রামের হাবিব উল্যার ছেলে। ওমর ফারুক পেশায় পশু চিকিৎসক ছিল। তার স্ত্রী ও দুই জমজ পুত্র সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
বিডি প্রতিদিন/এএম