এবার নেত্রকোনা জেলায় ৫৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনায় দুর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভায় নিয়ম-কানুন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পূজাকে ঘিরে নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলার সার্বিক চিত্র তুলে ধরেন। পরে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে পূজা উদযাপন পর্ষদের উপদেষ্টা নির্মল কুমার দাস নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন।
এবার জেলায় ৫৬২টি সার্বজনীন ও ব্যক্তি মালিকানা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই