‘উপজেলা পর্যায়ে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় দিনাজপুরের ঘোডাঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোযার।
সভাপতির বক্তব্যে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার বলেন, রক্ত সঞ্চালনের সময় রক্তদাতার সঠিক পরিচয় নিশ্চিত হওযা আবশ্যক। সুনির্দিষ্ট কারণ ও চাহিদাপত্র ব্যতীত যত্র রক্ত পরিসঞ্চালন করা যাবে না। সরকার অনুমোদিত কেন্দ্র ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে ক্রসম্যাচিং গ্রহণযোগ্য নয়। এছাড়া নিরাপদ রক্ত সঞ্চালন আইন- ২০০২ সঠিকভাবে মেনে চলার জন্য নির্দেশনা রয়েছে।
সেমিনারে বাংলাদেশের ওষুধ বাজারজাত ও প্রস্তুতকারী কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেডের সার্বিক সহযোগিতায় নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষযক বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. সাদ শামস্।এসময় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নূর ই আজমেরী ঝিলিক, মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বিময সরকার, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, মেডিকেল অফিসার ডা. প্রিযংক কুন্ডু, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. শামীম উদ্দিন মাসুম, অপসোনিন ফার্মা-এর রিজিওনাল ম্যানেজার ফরহাদ হোসেন হাসপাতালের নার্স, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।