বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আওয়ামী লীগ নারী উন্নয়ন নীতি করেছে। নারীদের সম্মানসহ অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। নারীরা শুধু সংসারের চিন্তা করলে হবে না। নারীরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে। সরকার প্রধান শেখ হাসিনা সারা দুনিয়ায় নারীদের অগ্রযাত্রার মডেল।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের পদ্মাপারের লৌহজং সরকারি কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।
মুন্সীগঞ্জে উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর ক্ষমতায়ন নিয়ে লৌহজং- টঙ্গীবাড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ হয়। বৃষ্টি উপেক্ষা করে এতে দুই উপজেলার অসংখ্য নারী স্বতঃস্ফূর্ত অংশ নেন। লৌহজং উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শামীমা খানম আভার সভাপতিত্বে নারী সমাবেশটিতে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তোহুরা জামান ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার শিল্পী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল