৬ অক্টোবর, ২০২৩ ০৪:০৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রতীকী ছবি

খুলনা নগরীর গোবরচাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি গোবরচাকা নবীনগর এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টায় গোবরচাকা গাবতলার মোড়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলা মোড়ে তালুকদার লেনে দাঁড়িয়ে ছিলেন ইমন। হঠাৎ সেখানে ৫/৬টি মোটরসাইকেলে ১০/১২ জন এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর