৬ অক্টোবর, ২০২৩ ১০:২৬

তিস্তায় ভেসে এলো নারীর মরদেহ

অনলাইন ডেস্ক

তিস্তায় ভেসে এলো নারীর মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে উজান থেকে ভেসে আসা এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকায় তিস্তার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বিকেলে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ তিস্তা নদীতে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে তিস্তা নদীতে পানি বাড়ায় হয়তো স্রোতে উজান থেকে মরদেহটি ভেসে এসেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর