বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও ঘূর্ণিঝড় হামুনের সার্বিক ব্যবস্থাপনায় জেলা শহরসহ উপজেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ কথা জানান পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় আরও জানানো হয়, এই দুর্যোগ মোবাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ৪০ হাজার নগদ টাকা, ৫০ বান টিন, ৪১২ মেট্রিক টন চাল ও ৪ হাজার কম্বল রয়েছে। এ ছাড়াও জনগণের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।অপরদিকে, দুর্যোগ পূর্ব ও পরবর্তী মানুষের সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন। আবহাওয়া অফিসের তথ্য মতে, পিরোজপুর জেলাসহ তার পাশের দ্বীপসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। তাই আজ রাত ৮টার ভেতরে উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে রাখার জন্য আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এমআই