২৫ অক্টোবর, ২০২৩ ১৪:১৭

গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সর্বানন্দ ইউনিয়নের মাস্টারপাড়ার শাহাবাজ এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরেন।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন ও সাফল্যের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল ইসলাম আলম, যুগ্ম সাধারণ সম্পাদক  ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজাসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর