৫ নভেম্বর, ২০২৩ ১৭:০৮

পুলিশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণায়ক ক্যাম্পেইন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

পুলিশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণায়ক ক্যাম্পেইন

ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণায়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর থানা পুলিশের উদ্যোগে আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর থানার অন্তর্গত ১০টি ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া, সদ্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে আইজিপি সনদপ্রাপ্ত থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়ে প্যাথলজিক্যাল সহায়তা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ  আব্দুল্লাহ আল মামুন এ ক্যাম্পেইন বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদেরসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর