ময়মনসিংহের ফুলপুরে সরিষা সরিষা চাষে আগ্রহ বাড়াতে মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেতনতামূলক এই ক্যাম্পেইন শুরু করেছে। ৫ অক্টোবর থেকে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা হয়। সভায় কৃষি বিভাগের কর্মকর্তাগণের সাথে ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৪ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ স্থানীয় উৎপাদনের মাধ্যমে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য পূরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ বলেন, ধানচাষ নির্ভর ফুলপুর উপজেলায় আমন ও বোরো মৌসুমের মধ্যবর্তী সময়ে সরিষা চাষের সুযোগ তৈরির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য আমন মৌসুমের শুরুতে আমরা স্বল্পজীবন কালের ধানের জাত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছিলাম।
কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু বলেন, গত অক্টোবর মাসের শুরু থেকে ইউনিয়নে ইউনিয়নে কৃষকদের দোরগোড়ায় গিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। এতে সাড়া পাওয়া যাচ্ছে প্রচুর।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছর ফুলপুর উপজেলায় ৫৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। এবছর ফুলপুর উপজেলায় ১৯১৪ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিডি প্রতিদিন/এএ