ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তুরাগ হত্যার প্রধান আসামি টিপু খাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু খা ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকার হালিম খা এর ছেলে। সোমবার দুপুরে গণমাধ্যমে দেয়া এক প্রস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প।
র্যাব অফিস সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ফরিদপুর পৌর এলাকার অম্বিকাপুরে রাজেন্দ্র কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত আসাদুজ্জামান নূর ওরফে তুরাগকে বিরোধ মীমাংসার কথা বলে বিকাল সাড়ে ৪টার দিকে তার বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তুরাগের পরিবারের লোকজন তুরাগকে ফোন দিয়ে কোন সারা না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায় তুরাগের বড় ভাই আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারেন, এলাকার টিপু খাসহ ৮/১০ জন কিশোর একটি বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাস করছে। পরে আবুল কালাম জানতে পারেন গোবিন্দপুর এলাকার একটি বাগানের ভেতরে অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে। সেই সংবাদ জানার পর নিহত তিনিই স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার ভাইকে সনাক্ত করেন। সেই সময় তুরাগের ক্ষতবিক্ষত এবং বাম হাতের কনুইয়ের একটু উপর হতে হাত বিচ্ছিন্ন অবস্থায় লাশটি পড়ে ছিল।
এ হত্যার পর তুরাগের পিতা মোঃ আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামি করা হয় টিপুসহ ৭ জনকে। মামলার পর হত্যায় জড়িত সকল আসামিরা আত্মগোপনে চলে যায়। ফলে পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। এদিকে, নৃসংশ এ হত্যার পর র্যাব-১০ ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামিদের গ্রেফতারে। এরই অংশ হিসাবে হত্যার মূল আসামি টিপু খাকে গ্রেফতার করা হয়।র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যায় তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এএ