গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্ত্বরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিল্প কলা একাডেমির আয়োজনে গণজাগরণ যাত্রা পালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। যাত্রাপালা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, জেলা কালচারাল কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা শিল্প কলা একাডেমির নির্বাহী সদস্য আইয়ুব রানাসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ