মানিকগঞ্জে পৃথক দুটি মামলায় চারজনের যাবজ্জীবন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে পৃথক দুটি মামলায় এই রায় দেন অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। অভিযুক্তরা হলো কপিল ও আওলাদ, দুজনের বাড়ি দৌলতপুরের উয়াইল গ্রামে। তারা মৃত সাহেব আলীর সন্তান। দেলোয়ার হোসেন দেলু ওয়াইল গ্রামের তৈমুদ্দিনের ছেলে। পেনাল কোড ৩০২/৩৪ ধারায় অভিযুক্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপর একটি মামলায় রন্জিত কুমার কুমার মন্ডলকেও যাবজ্জীবন কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রনজিত সদর উপজেলার খাগড়াকুড়ি এলাকার ব্রজেন্দ্র মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ২৫ জানুয়ারি আঃ রশিদের শিশু কন্যা বিথী খুন হয়। পরদিন আঃ রশিদ কপিল, হেলাল, আওলাদসহ অজ্ঞাত তিন চারজনের নামে থানায় এজাহার দায়ের করেন। আজ এই মামলার রায় হয়।
বিডি প্রতিদিন/এএ