চাঁপাইনবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওসমান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওসমান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা শিশাতলা গ্রামের ওয়ারেস আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আমনুরা-নওগাঁ আঞ্চলিক সড়কের পাওয়েল নামক স্থানে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ