জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে ফারজানা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলার পাঁচগাছিতে ঘটনাটি ঘটে। মারা যাওয়া ফারাজানা পাঁচগাছি সুলতান মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ফারজানা বাড়ির উঠোনে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ