১৬ নভেম্বর, ২০২৩ ২০:৫৭

বরিশালে তফসিল স্বাগত জানিয়ে মহিলা আওয়ামী লীগের মিছিল, গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে তফসিল স্বাগত জানিয়ে মহিলা আওয়ামী লীগের মিছিল, গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বরিশালে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। অপরদিকে তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ। 

 বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নগরীর সদর রোডে সড়কের যান চলাচল আটকে দিয়ে হরতাল সফল করতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। সকাল থেকে বাম জোটের নেতারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সদর রোডের তিনটি সড়কের মোড়ে অবস্থান নেয়। এতে নগরীর সদর রোডে যান চলাচল ব্যাহত হয়। বাম জোটের নেতৃবৃন্দরা ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে স্লোগান দেয়।

অপরদিকে তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ। সকাল ১১টায় দলীয় কার্যালয় শহীদ সোহেল চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

এদিকে,  বিএনপির অবরোধ কর্মসূচি বরিশালের কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

 অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সদর রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর