ঘোষিত নির্বাচনের তফসিলকে ‘একতরফা’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন গাইবান্ধা শাখার উদ্যোগে শহরের কাচারী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা সহ-সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক আল আমিন, সদর উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম আরিফ, ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ প্রমুখ।
বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা তফসিল’ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল