মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আয়োজনে পাচঁবিবি উপজেলার বীরনগর গ্রামে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ভাসানীর স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বিশু, সদস্য জুলফিকার আলী চৌধুরী, নাছিমা খাতুন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ