ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়া গাছ কাটতে গিয়ে পটুয়াখালীর দশমিনায় গাছ চাপায় মো. নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির হাওলাদার উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. হাদি প্যাদার বসতঘরের উপর তার প্রতিবেশীর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। ওই গাছটি কাটতে ওঠেন শ্রমিক নাসির হাওলাদার। কাটার পর ওই রেইনট্রি গাছ সরে দিয়ে অন্য একটি নারিকেল গাছের উপর পড়লে তার মাঝে চাপা পড়েন নাসির। পরে দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।
দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ওই শ্রমিককে দুই গাছের মাঝে চাপা থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যু আগেই হয়েছে। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত