দিনাজপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অন্য এক আরোহী।
শনিবার দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ফাজিলপুর ইউপির রামডুবি তুলা উন্নয়ন বোর্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না (২৫) দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি এলাকার মমতাজ আলীর ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর-রংপুর মহাসড়কে মোটরসাইকেলে করে শনিবার দুপুরে দশমাইলের দিকে আসছিলেন মুন্না। পথে রামডুমি তুলা উন্নয়ন বোর্ডের সামনে আসলে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মুন্না।
বিষয়টি দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম