দিনাজপুরের চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মহিলা পরিষদ।
শনিবার সকালে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরতালী বাজারে এ মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক ও থানার ওসি বজলুর রশীদ অংশ নিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, চিরিরবন্দর উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ধর্ষণের শিকার তরুণীর পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গণধর্ষণের এ ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাশালী হোক, যেন আইনের চোখ ফাঁকি দিয়ে পার না পায়। তাদের দ্রুত গ্রেফতারসহ এমন শাস্তির দাবি জানান, যেন সেই শাস্তি দেখে অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে চিরিরবন্দরের ঘুঘুরতালী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ৯৯৯এ ফোন পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বোন বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল