১৯ নভেম্বর, ২০২৩ ১৫:২৫

ঠাকুরগাঁওয়ে হরতালে সতর্ক পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হরতালে সতর্ক পুলিশ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচির প্রথম দিনে স্বাভাবিক রয়েছে ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি। অন্যান্য দিনের মতোই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

রবিবার জেলার বিভিন্ন স্থানে গেলে এমনি চিত্র দেখা যায়। 

শহরে ইজিবাইক,অটোরিকশাসহ বেশ কিছু যানচলাচল করতে দেখা যায়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় পুলিশের টহল। কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, হরতাল কেন্দ্র করে জেলাবাসীর নিরাপত্তায় জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দিন ও রাতে জেলায় বিভিন্ন স্থানে ভাগ করে ডিউটি ভাগ করা হয়েছে। থানা পুলিশ, পুলিশ লাইন্সের সদস্য, ডিবিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তার এ ছক তৈরি করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর