বিএনপি ও সমমনা দলের ডাকা হরতালে কুষ্টিয়ায় তেমন প্রভাব পড়েনি। দূরপাল্লার বাসও চলাচল করছে। স্বাভাবিক ট্রেন চলাচল। খুলেছে সব ধরনের দোকান ও অফিস-আদালত।রবিবার সকাল থেকেই কুষ্টিয়া-দৌলতদিয়া, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজশাহী সব রুটেই নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে।
পাশাপাশি আশপাশের জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও বাস চলাচল করছে। সংখ্যায় কম হলেও চলছে ঢাকা-কুষ্টিয়া রুটের বাসও। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে ঢাকা-কুষ্টিয়া রুটে দুএকটি বাস চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাস নির্বিঘ্নে কুষ্টিয়ায় পৌঁছেছে। অন্যসময় মজমপুর থেকে ছেড়ে গেলেও হরতালের কারণে খুলনাগামী বাস ছেড়ে যাচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। সব রুটের বাস গিয়ে দাড়াচ্ছে খুলনা, রাজবাড়ী ও রাজশাহী রুটের মিলনস্থল কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে। এখান থেকে আরো যাত্রী নিয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে। বরিশাল ও ফরিদপুরে বাসও যেতে দেখা গেছে। পরিবহন শ্রমিকরা বলছেন, অনেকটাই স্বাভাবিক বলা যায় বাস চলাচল। আগের চেয়ে যাত্রীও অনেক বেড়েছে। এছাড়া, চার চাকার হিউম্যান হলার, তিন চাকার সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা চলছে অন্যান্য দিনের মতই।
রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া স্টেশনে সব ট্রেন সময়মতো এসেছে,ছেড়েও যাচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান। এদিকে, এবারও হরতালের পক্ষে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে, নাশকতা এড়াতে শহরে ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। আর জেলার বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী অবস্থান ও মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/এএ