রংপুর মহানগর মাহিগঞ্জ জামায়াতের থানা আমির আজিজুল ইসলাম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম ও কর্মী ফারুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে হরতালের সমর্থনে নগরীর কলেজ রোড চারতলা মোড় এলাকায় মিছিলের সময় পুলিশ ধাওয়া করে বিএনপির ওই দুইজনকে গ্রেফতার করে। জামায়াতের আমিরকে শনিবার রাতে মাহিগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান ও মাহিগঞ্জ থানার ওসি রওশন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালের প্রথম দিন রবিবার সকাল থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে হাতেগোনা কয়েকটি আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা যায়। এছাড়া অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
বিডি প্রতিদিন/এএ