১৯ নভেম্বর, ২০২৩ ১৯:০৭

নাটোরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

নাটোর প্রতিনিধি

নাটোরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

নাটোরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। আজ দুপুরে এই বিক্ষোভ মিছিল করেন তারা। 

শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়ে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, সহ-সভাপতি কামাল মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা ও দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের অবৈধ কর্মসূচি ও হরতালসহ নাশকতার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে রাতের আঁধারে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে একটি যাত্রী বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুততার সাথে গ্রেফতার করে আইনের সোপর্দ করার দাবি জানান হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর