গাজীপুরে বাসের চাপায় এক টেকনিক্যাল কলেজের কর্মচারী নিহত হয়েছেন। রবিবার সিটি করপোরেশনের গাছা থানাধীন বোর্ড বাজারের কালাই মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম-বিশ্বনাথ বাসফোর (৬০)। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার যাত্রামোড় এলাকার মৃত বাসফোরের ছেলে।
আটককৃতরা হলো-ময়মনসিংহের গফরগাঁও থানার গোলাবাড়ি এলাকার কামাল উদ্দিনের ছেলে বাসচালক এনামুল হক (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার রামজীবনপুর এলাকার সেন্টু মিয়ার ছেলে বাসের হেলপার সাদ্দাম হোসেন (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এস আই শিবলু মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রীপুর টেকনিক্যাল কলেজে পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি করতেন বিশ্বনাথ বাসফোর।
রবিবার তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার জন্য বোর্ড বাজারের কালাই মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝের লেনে দাঁড়িয়েছিলেন। এসময় বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে গিয়ে চালক ও হেলপারসহ বাসটি আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম