ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ জন মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ