ভাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা মহিলা কলেজের আয়োজনে আজ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন কলেজের ভাঙ্গা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মিয়া মোঃ এনায়েত হোসেন, ইংরেজি বিভাগের দিলীপ দাস, বাংলা বিভাগের অজয় দাস, দ্বাদশ শ্রেণির নাবিলা ইসলাম, তিশা আক্তার, সাথী আক্তার,একাদশ শ্রেণির সুমাইয়া আক্তার প্রমুখ।
সভায় প্রধান অতিথিসহ বক্তাগণ শিক্ষার মানোন্নয়নের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।
বিডি প্রতিদিন/এএ