মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, ইন্সেপক্টর একরামুল ইসলাম প্রশিক্ষনার্থী লিপিকা দে, পিংকি হালদার, সঞ্চিতা রানী প্রমুখ। ২৫ দিনের এ প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন