ঝিনাইদহ থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩৮টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার।
পুলিশ জানায়, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জিডির তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮টি মোবাইল উদ্ধার করে।
এ ছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই