কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকোটা স্কুল এন্ড কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থাগারটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।
স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. হোসেন আলী সরকার। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দাতা সদস্য আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল