কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপনে জুয়া খেলতে গিয়ে একটি ধানক্ষেত থেকে ৬ জুয়ড়িকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-কাশিপুর গ্রামের আবুল হোসেন (৪০), বাদল ইসলাম (২৪), আব্দুর রশিদ (৪৫), আব্দুর রহিম (৩৫), ইয়াছিন আলী (৫৬) ও জাহাঙ্গীর আলম (২৮)।এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার রুহুল আমীন বলেন, মাদকমুক্ত ও জুয়ামুক্ত কুড়িগ্রাম গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল