জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ভাঙা রেললাইনের তথ্য জানানোর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শনিবার বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেল স্টেশনের কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ৯৯৯-এ ফোন করে জানান সেখানে রেললাইনের কিছু অংশ ভেঙে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। কনস্টেবল আরাফাত তাৎক্ষণিক রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ এবং রেল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। সংবাদ পেয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করে।
বিডি-প্রতিদিন/শফিক