১ ডিসেম্বর, ২০২৩ ২০:৫১

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দি এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতারকৃত আসাদুজ্জামান খান হিরা (৪৫) এ কারাগারে বন্দি ছিলেন। তাকে গাজীপুর জেলা কারাগার থেকে গত ১০ নভেম্বর এখানে স্থানান্তর করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারাগারের ভেতর বুকে ব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গত ২৯ অক্টোবর তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আসাদুজ্জামান। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন তিনি। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেফতার হয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর