৪ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৮

খাগড়াছড়িতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে সোমবার দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর অপরাধে এক লাখ টাকা জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কমলছড়ি এলাকার ইটভাটার মালিক মো. লাতু এবং আরেক ইটভাটার মালিক মো. হারুন মিয়ার ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ১১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

এ অভিযানে বীজিতলা রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন জানান, খাগড়াছড়ি জেলা সদরের দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। দুটি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর