নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দশম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদরে অবরোধ সমর্থনে এ বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি নেতা জোবায়ের হোসেন তালুকদার, আসাদুল্লাহ আসাদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমঙ্গীর হোসেন রকি, তারাকান্দা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, আরিফুল ইসলাম জুয়েল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
বিডি-প্রতিদিন/বাজিত