জয়পুরহাটে দুইদিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে নিজ কর্মে ছুটছেন এসব মানুষরা। বৃষ্টির কারণে ফুটপাতের দোকানিরা অলস সময় কাটাচ্ছেন। আর দিনমুজর ও কৃষকরা পড়েছেন চরম বিপাকে।
জানা গেছে, বুধবার জয়পুরহাট জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। পরে আবার রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত। যা চলছে বৃহস্পতিবার সারাদিন। এতে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টির মধ্যেই তারা কাজে বের হচ্ছেন।
এদিকে আলু পরিচর্চার সময় চলছে জয়পুরহাটে। এই বৃষ্টির কারণে মাঠে যেতে পারছেনা কৃষকরা। আর বৃষ্টির জন্য আলুর পরিচর্চার সময় পিছিয়ে যাবে বলে জানান কৃষকরা।
জয়পুরহাট রেলগেট এলাকার ফুটপাতের কাপড় দোকানদার ইসাহাক আলী বলেন, বৃষ্টির কারণে দোকান খুলতে পারছিনা। ক্রেতাও নাই। বৃষ্টির কারণে খুব কষ্ট হচ্ছে।
রিকশা চালক আবদুল খালেক জানান, বুধবার থেকে বৃষ্টি হওয়ায় রিকশার যাত্রী নেই বললেই চলে। সারাদিন বসে আছি। বাড়ির জন্য চাল কিনতে পারিনি।
মিলন হোসেন নামে একজন বলেন, বৃষ্টির জন্য তো বাসায় বসে থাকলে চলবে না। বাজার খরচ করতে হবে। এজন্য কাজের জন্য বের হয়েছি।
বিডি প্রতিদিন/এএম