ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যা চলতে পারে আরও একদিন। তবে এর প্রভাবে শীতকালীন সবজির কোন ক্ষয়ক্ষতি না হলেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে নামবে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস।
এদিকে বুধবার রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা। ফলে শীত কাপুড়ের দোকানে ভীড় করছেন সব বয়েসের মানুষ।
বাগেরহাট শহরের রিক্সাচালক কালাম শেখ বলেন, বুধবার রাত থেকে তীব্র বাতাসের সাথে গুড়িগুড়ি বৃষ্টিতে রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে। পেটের দায়ে সকালে রিক্সা নিয়ে বের হয়েছি। অনেক ঠান্ডা কিন্তু উপায় নেই। ছেলে-মেয়ের মুখে খাবার তো তুলে দিতে হবে।
অপরদিকে, বাগেরহাটে রাত থেকে দিনভর গুড়িগুড়ি বৃষ্টি হলেও এর প্রভাবে শীতকালিন সবজির কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাগেরহাট
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। তিনি জানান, এই মহুর্তে মাঠে শীতকালিন টমেটো, বাধাকপি, লাল শাক, ফুলকপিসহ বিভিন্ন সবজি রয়েছে। এই বৃষ্টিতে এসব সবজির কোন ক্ষতির আশংকা নেই। তবে বৃষ্টির পরিমান বাড়লে ক্ষতি হবে সবজির।
মোংলা আবহাওয়া অফিসের প্রধানি মো. হারুন আর রশিদ জানান, উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বাগেরহাট জেলাজুড়ে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে।
বিডি প্রতিদিন/এএম