"নিরাপদ মাতৃত্ব,পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে হেল্থ ও জেন্ডার সাপোর্ট প্রজেক্ট (পিএইচডি) ফিল্ড কো-অর্ডিনেটর শামিমা আরার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব ও জনসংখ্যা বিস্ফোরণ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিববার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহেরা আকতার মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকেরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডা. রিয়াদ মোহাম্মদ সাঈদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রমজান আলী, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিসংখ্যানবিদ ও অফিস সহকারী জিয়াউল হক ও মোঃ হারুনুর রশীদ কুতুবী।
বিডি প্রতিদিন/এএ