রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার জামদানি এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রামনাথপুর ইউনিয়নের ধাপেরহাট টু সোঠাপীরগামী মহাসড়ক সংলগ্ন মো. সাইফুল ইসলামের রাইচ মিলে বিশেষ অভিযান পরিচালনা করে রাইচ মিলের ভিতরে চৌকির নিচ থেকে বিশেষ কায়দায় পলিথিন দিয়ে মোড়ানো ২ পোটলায় মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে অজ্ঞাতনামা দুইজন আসামী পালিয়ে যায়।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম বলেন, এ ঘটনায় পীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম