প্রতারণার অভিযোগে রংপুরে দুইজনকে গ্রেফতার করেছে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলা হতে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
পুলিশ সুপার জানান, জলঢাকা উপজেলার মাস্টারপাড়া কাঠালী এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে জাকির হোসেন (২১) এবং একই উপজেলার কাজীরহাট এলাকার তবিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৯) কে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে ভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত ১৪৪টি বিভিন্ন অপারেটরের মোবাইল সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা ভিন্ন ব্যক্তির এনআইডি ব্যবহার করে সিম ও বিকাশ/নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করে ভুয়া পরিচয়ে নানা প্রলোভন দিয়ে কৌশলে বিভিন্নস্তরের ব্যক্তিদের নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন হতে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রতারণা করে আসলেও এই প্রথম রংপুর পিবিআই তাদেরকে গ্রেফতার করে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও আইননুগ প্রক্রিয়া অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম