কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় দুই জুয়াড়ি গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় পাঠানপাড়ার আলম মিয়া (৪৮) এবং উমর মজিদ গ্রামের জিয়াউর রহমান (৪৫) এ দুজনকে গ্রেফতার করে।
এসময় তাদের সাথে থাকা জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম