জয়পুরহাটে আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বুধবার দিনব্যাপী পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু একরামুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার কালাই অঞ্চল আবু রায়হানুল আলম, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, সহকারী ব্রাঞ্চ আব্দুর রাজ্জাক, হেলথ সেন্টার ইনচার্জ আবু সাঈদ প্রমুখ। ক্যাম্পে রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস চেক আপ, ব্যবস্থাপত্র প্রদানের মাধ্যমে সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল