১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলা। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার প্রয়াত উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা মুক্ত করেন রামপাল ও মোংলা উপজেলা।
রামপাল ও মোংলা উপজেলা হানাদার মুক্ত উপলক্ষে বুধবার সকালে রামপালে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল জলিল পাঠাগারের আয়োজনে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে সাধারণকে চিকিৎসা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম