কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আওয়ামী লীগ ছেড়েছি কিন্তু বঙ্গবন্ধু ছাড়ি নাই। কৃষক শ্রমিক জনতা লীগের মূলনীতি ও নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগওয়ালারা বরঞ্চ বঙ্গবন্ধুর নীতি থেকে অনেক দূর সরে গেছে। কিন্তু আমার কৃষক শ্রমিক জনতা লীগ সরে নাই।’
বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) আটিয়া বন অধ্যাদেশ তুলে নাই, পাটের দাম দেয় নাই, সারের দাম কমাই নাই, এক কোটি বেকারের চাকরি দেয় নাই বলেই আমি চব্বিশ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে ছিলাম।’
কাদের সিদ্দিকী বীর উত্তম আরও বলেন, ‘সখীপুরে গামছা, নৌকা কিংবা ধানের শীষ যে যাই করুক না কেন আমার কাছে সবাই আপন। সখীপুরের মানুষ নিয়ে আমি কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছি। আমার বিশ্বাস আগামী ৭ জানুয়ারি তারা তাদের নিজেদের মার্কায় ভোট দিয়ে গৌরবান্বিত হবে।
এ সময় রফিকুল ইসলাম হায়দার মেম্বারের নেতৃত্বে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত